পরকীয়ায় আসক্ত হয়ে প্রেমিকের যোগসাজসে স্বামীকে হত্যা


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলের বাজার এলাকায় এক চাঞ্চল্যকর হত্যা কাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩৫) কে তাঁর স্ত্রী মোছাঃ হ্যাপি আক্তার প্রেমিকের সহায়তায় হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
 
সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ইকবালের সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের  নতুন বাজার এলাকার হায়দার আলীর মেয়ে হ্যাপি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর দম্পতি নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় “তামান্না গার্মেন্টস”-এ চাকরি করতেন। তাদের সংসারে এক কন্যা সন্তান রয়েছে, নাম লিমা (৭)।
 
পারিবারিক সূত্রে জানা যায়, কাচপুরে থাকাকালীন সময়ে একই এলাকার টেইলার্স কর্মী রংপুরের রুবেল নামের এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন হ্যাপি আক্তার।
গত ২০ অক্টোবর ২০২৫ তারিখ রাতে ইকবাল তাদের সম্পর্কের বিষয় হাতে-নাতে ধরে ফেললে, হ্যাপি ও তার প্রেমিক রুবেল মিলে গভীর রাতে ইকবালকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
 
পরদিন ২১ অক্টোবর, হ্যাপি তার স্বামীর লাশ নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। এসময় তাদের মেয়ে লিমা ঘটনাটি ফাঁস করে দেয়। মেয়ের কথা অনুযায়ী পরিবার লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায়।
 
স্থানীয়রা জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশকে জানানো হলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার্স ইনচারর(ওসি)কে জিজ্ঞাসা করলে তিনি বলেন-ঘটনাস্থলের থানায় মামলা হবে ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।