নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার


উজ্জ্বল রায়,নড়াইল থেকে:-নড়াইলে ডিবি পুলিশের  পৃথক অভিযানে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইকরামুল হোসেন(৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। 
 
গ্রেফতারকৃত মোঃ ইকরামুল হোসেন(৪০) নড়াইল জেলার সদর থানাধীন আলোকদিয়া গ্রামের মোঃ সোহরাব মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার (২০ অক্টোবর) নড়াইল জেলার সদর থানাধীন ৫ নং শাহবাদ  ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোপিকান্তপুর সরশপুর হতে আলোকদিয়া গামী পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। 
 
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক  এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী, এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইকরামুল হোসেন (৪০) কে গ্রেফতার করে।
 
 এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
 
অপরদিকে সোমবার (২০ অক্টোবর) রাতে ঠাকুর বিশ্বাস (৪৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ঠাকুর বিশ্বাস (৪৩) নড়াইল সদর থানাধীন গোবরা গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে। 
 
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন ৯ নং সিংগাশৈলপুর ইউনিয়নের গোবরা গ্রামস্ত জনৈক আদমের সোয়া মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য পনেরো পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 
 
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।