বগুড়ার ফুলবাড়ী ও বৃন্দাবনপাড়ায় সোহেলের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ


 এসএমসিরাজ,বগুড়া:-শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল সোমবার বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ী বৃন্দাবনপাড়া এলাকায় গণসংযোগ করেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, আজগর আলী, ২ নং ওয়ার্ড আমীর আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারী নামিরুল হক জার্জিস, মাওলানা হিফজুলবারী, আমীর ইব্রাহিম হোসেন, আব্দুল হান্নান প্রমুখ।

 

পরে মহিলা কলেজের সামনে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল  বলেন আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

ক্যাপশন:
শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল সোমবার বগুড়া শহরের ফুলবাড়ী বৃন্দাবনপাড়া এলাকায় গণসংযোগ করেন।

 

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।