সকলের সহযোগিতায় এলাকার উন্নয়নে কাজ করতে চাই-মহিত তালুকদার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ নির্বাচনে বগুড়া-৩ আসনে সবুজ সংকেত পাওয়া এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেন, বিএনপি প্রতিহিংসায় বিশ^াস করেনা। বিগত আওয়ামীলীগ সরকার এলাকার মধ্যে সামাজিক ভাবে বিভিন্ন মতের বন্ধুত্ব নষ্ট করে ফেলেছে। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করবে এবং ভাল কাজের পক্ষে অবস্থান নিবে। তারা সমাজের দর্পন। সমাজ থেকে এখনও দুর্নীতি মুছে যায়নি। এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
 

সকলের সহযোগিতায় আমি এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিহিংসার মামলা মোকদ্দমা দেয়া হবেনা ইনশাঅল্লাহ। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসুচী জনগনের মাঝে তুলে ধরে তা বাস্তবায়ন করতে হবে।
 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে আদমদীঘির কালাইকুড়ি এ্যাকোয়া ফার্মে আদমদীঘি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, বিএনপি নেতা মোজাহার হোসেন পিন্টু, মনছুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মিজানুর রহমান প্রমুখ।

আবু মুত্তালিব আদমদীঘি বগুড়া প্রতিনিধি :-

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।