সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন বগুড়ার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


বগুড়া প্রতিনিধি:-বিবার সকাল ১১টায় বগুড়া সড়ক ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের বেতনের সমস্যা নিরসন করাসহ ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অন্তর্ভুক্তকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
 

এতে সভাপতিত্ব করেন বগুড়া সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমান ও সঞ্চালনা করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম। মানব বন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বগুড়ার সভাপতি জনাব শেখ রুহল আজম ও শেরপুর সড়ক উপ-বিভাগ, বগুড়ার উপ-সহকারী প্রকৌশলী নূর আহম্মেদ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।